রুশোর রেকর্ড ভাঙা হলো না, নাঈম কি পারবেন শীর্ষে থেকে শেষ করতে

পারলেন না নাঈম। মোহাম্মদ নাঈম পারলেন রাইলি রুশোর রেকর্ড ভাঙতে। বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙতে ৬৭ রান দরকার ছিল খুলনা টাইগার্সের ব্যাটসম্যানের। মিরপুরে কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ১৯ রান করে আউট হয়েছেন খুলনা ওপেনার। রুদ্ধশ্বাস ম্যাচে তাঁর দল শেষ বলে হেরে গিয়ে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। খুলনার শিরোপা-স্বপ্নের মতো নাঈমের রেকর্ড গড়ার স্বপ্নও তাতে উধাও হয়ে গেছে।

তবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি খেলা নাঈম শীর্ষ ব্যাটসম্যান হিসেবেই সম্ভবত শেষ করতে যাচ্ছেন এবারের বিপিএল। ৫১১ রান নিয়ে এবারের বিপিএল শেষ করেছেন নাঈম। রাইলি রুশো (২০১৮-১৯ মৌসুমে ৫৫৮) ও নাজমুল হোসেনের (২০২২-২৩ মৌসুমে ৫১৬) পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিপিএলে ৫০০ রান করা নাঈমের নিকট প্রতিদ্বন্দ্বীরা ঝরে পড়েছেন টুর্নামেন্ট থেকে।ফাইনালে আগে শীর্ষ পাঁচে থাকাদের প্রথম চারজনের দলই বিদায় নিয়েছে। নাঈমের খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকে থাকলেও অন্য তানজিদ হাসান (৪৮৫), এনামুল হক (৩৯২) ও জাকির হাসানের (৩৮৯) দল বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই।
ফাইনাল ওঠাদের মধ্যে শীর্ষ পাঁচে আছেন শুধু চিটাগং কিংসের ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। তবে নাঈমকে পেছনে ফেলতে ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ১২৫ রান করতে হবে ক্লার্ককে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *